Your search results

ব্যাংকে জমাবেন নাকি জমিতে বিনিয়োগ করবেন??

Posted by redbricksbd on October 22, 2022
0

আমরা আমাদের সবাই ই ভবিষ্যতের কথা চিন্তা করে এমন কিছু করার পরিকল্পনা  করি যেন ভবিষ্যতে আমাদের জীবন-যাপন নিয়ে কোন সমস্যা না হয়।
অনেকেই আছেন যারা ব্যংকে টাকা জমিয়ে রাখি, অনেকেই আছেন যারা জমিতে বিনিয়োগ বা স্টক মার্কেটে বিনিয়োগ করি, আবার অনেকেই আছেন যারা স্বর্ণ বা বিভিন্ন ধাতু কিনে রাখি।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর আমরা স্বাভাবিক জীবন-যাপন, ভবিষ্যত নিয়ে অনেক উদ্বিগ্ন। মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দাসহ বিভিন্ন সমস্যা আমার নিত্যদিনের সঙ্গী।

আমাদের অনেকেই আছেন যারা ভবিষ্যতের জন্যে টাকা কোথাও জমাবো বা কোথায় ইনভেস্ট করবো এসব নিয়ে চিন্তিত থাকেন।

ব্যাংকে জমা নাকি জমিতে বিনিয়োগ, কোথায় ইনভেস্ট করলে লাভবান হবো, সেই বিষয়ে এই ছোট লেখাটিতে তুলে ধরার চেষ্টা করবোঃ

জমিতে বিনিয়োগ
জমিতে বিনিয়োগ

তাহলে বিষয়টা ঘুড়ে ফিরে এটাই দাড়াল যে, ব্যাংক তো আপনাকে ৩% সুদ দিচ্ছে কিন্তু অন্যদিকে আপনার টাকার মূল্য ব্যাংকে থেকে প্রত্যেক বছর ৬% হারে কমে যাচ্ছে। এভাবে আপনার টাকা সঞ্চয় হচ্ছে না। উল্টো আপনার টাকার ক্ষতি হচ্ছে! 

আবার ধরুন, আপনার কোন বন্ধু ব্যংকে টাকা না রেখে সেই টাকায় জমি কিনে রেখেছে।

৫ বছর পর দেখলেন মুদ্রাস্ফীতির কারণে কিংবা অন্য কোনো কারণে টাকার মান কমে গেলো।

যেহেতু আপনার ব্যাংকে জমানো টাকা কিছু ডিজিট আর কাগজ ছাড়া আর কিছুই না। মুদ্রাস্ফীতির কারণে টাকার মান কমে যাওয়ার কারনে আপনার ব্যাংকে জমানো টাকার মানও কমে গেলো। 

কিন্তু আপনার বন্ধু যে জমি কিনে রেখেছিলো তাতে কিন্তু সে কোন ক্ষতিগ্রশ্ত হবেনা কারন জমি হলো এক ধরনের স্থায়ী সম্পদ, যার মূল্য কখনো কমবেনা, শুধু বাড়বেই। 

আমাদের মুরুব্বীদের কথা কি কখনো শুনেছেন ?

ঐ জমিটা মাত্র পঞ্চাশ হাজার টাকা ছিলো বিশ বছর আগে (১৯৯৯) আর এখন সব পাল্টে গেছে পঞ্চাশ হাজার টাকার জমি এখন (২০১৯) পঞ্চাশ লক্ষ টাকা ।

আচ্ছা এখন ২০২২ এ যদি জমি ক্রয় করেন ২০৪০ এ যদি বিক্রি করেন তাহলে পঞ্চাশ লক্ষ টাকার জায়গার মূল্য বাড়বে বহু গুনে।

সাধারণত বসুন্ধরায় জমি/প্লটের মূল্য বছরে ২-৩ গুন বৃদ্ধি পায়। জমিতে বিনিয়োগ নিশ্চিত ভাবে এটি একটি লাভজনক বিনিয়োগ।

বসুন্ধরায় বিনিয়োগ করুন, নিশ্চিন্ত ভবিষ্যৎ গড়ুন।

Red Bricks Property Solution ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা ভিত্তিক বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি।এটি মূলত বসুন্ধরা আবাসিক এলাকায় জমি কেনা-বেচা, নির্মাণ কাজের জন্যে সুপরিচিত।

বসুন্ধরা আবাসিক এলাকার রেডি প্লট কিনতে যোগাযোগ করুনঃ
০১৭১৬৫৫৬২২৫
০১৬৮৪৩৪৩৮৩৯
রেড ব্রিক্স প্রোপার্টি সলিউশন
হ্যাভেলি কমপ্লেক্স, ক – ৬ , লেভেল – ৮,
বসুন্ধরা মেইন গেট, ভাটারা, ঢাকা – ১২২৯

Leave a Reply

Your email address will not be published.

Compare Listings