Your search results

কেন বসুন্ধরায় প্লট কিনবেন?

Posted by redbricksbd on September 7, 2022
0

ধরুন, আপনি XYZ-তে বসবাস করেন। আপনার ফ্যামিলিতে আপনি, আপনার বউ এবং ছেলে-মেয়ে আছ।  আপনি বড় ব্যবসায়ী বা কোন কোম্পানির CEO। আপনার পেশাগত কারনে আপনি সব সময় আপনার ফ্যামিলির সাথে থাকতে পারেন না।
ধরুন, আপনার পেশাগত কারনে আপনাকে বিভিন্ন সময়  বিভিন্ন যায়গায় যেতে হয়, সেটা দেশে বাহিরে বা দেশের ভেতর অন্য কোন জেলা বা বিভাগীয় শহরে হতে পারে।  এই সময়টা এক দিন, দুই দিন বা দশ দিনও হতে পারে।   
আপনার ফ্যামিলিতে যদি আপনার বউ এবং মেয়ে, অর্থাৎ আপনি বাদে সবাই মেয়ে মানুষ হয়ে  থাকে, তাহলে কি আপনি আপনার পেশাগত কারনে ফ্যামিলির বাহিরে যে যান, সেখানে যেয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন??
অবশ্যই পারবেন না। কারন আপনি যে এলাকায় থাকেন, এই এলাকায় নিরপত্তা ব্যবস্থা ভালো না, বা বখাটেদের উৎপাত আছে,  বা  চুরি ছিনতাইয়ের সমস্যা প্রকট।


আপনি ফ্যামিলির বাহিরে যে দশ দিন থাকবেন, সেখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে অনেক চিন্তায়  থাকবেন। আপনার বউ বা মেয়ের কোন সমস্যা হলো কিনা, বাজার ঘাট করার সময় বা মেয়ে স্কুল কলেজে যাওয়ার সময় বা বাহিরে হাটতে যাওয়ার সময় কোন সমস্যাতে পড়লো কিনা, চুরি ছিনতাইয়ে মতো কোন ঘটনা ঘটলো কিনা।
কিন্তু এটা যদি বসুন্ধরা আবাসিক এলাকা হয়ে থাকে, তাহলে আপনাকে এই চিন্তাগুলা করতে হবেনা।
আপনি নিশ্চিন্তে এক দিন, দুইদিন বা দশদিন ফ্যামিলি থেকে বাহিরে কোন কাজে থাকতে পারেন।
বসুন্ধরা আবাসিক এলাকা এই দিক দিয়ে অনেক নিরাপদ। বসুন্ধরাতে নাগরিক সুবিধার কথা বিবেচনা করে এই আবাসিক এলাকার নিজস্ব নিরপত্তা কর্মী , সিসি  ক্যামেরা সহ রয়েছে সরবোচ্চ নিরপত্তা ব্যবস্থা। নেই কোন বখাটেদের উৎপাত, নেই কোন চুরি ছিনতায়ের ঘটনা।  
এজন্য বসুন্ধরা আবাসিক এলাকা অন্যান্য এলাকা থেকে অনন্য। আপনি নিশ্চিন্তে বসুন্ধরা আবাসিক এলাকাতে আপনার ফ্যামিলিসহ বসবাস করতে পারেন।  

আধুনিক জীবনযাপনের জন্য যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত বসুন্ধরা আবাসিক  এলাকায় গড়ে তুলুন আপনার  স্বপ্নের আবাসন।
বসুন্ধরা আবাসিক এলাকায় আপনার স্বপ্নের আবাসন গড়ে তুলতে আপনার পাশে আছে “রেড ব্রিক্স প্রোপার্টি সল্যুশন”

জমি কেনা বেচা ব্যবসা

আপনার পছন্দের প্লটটি কিনতে যোগাযোগ করুনঃ

যোগাযোগঃ
০১৭১৬৫৫৬২২৫
০১৮৪১৩৪৩৪৬৮

রেড ব্রিক্স প্রোপার্টি সলিউশন
হ্যাভেলি কমপ্লেক্স, ক – ৬ , লেভেল – ৮,
বসুন্ধরা মেইন গেট, ভাটারা, ঢাকা – ১২২৯

Leave a Reply

Your email address will not be published.

Compare Listings