বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসের সুবিধা-অসুবিধাসমূহ
বসুন্ধরা আবাসিক এলাকায় সবুজায়নঃ
মুল শহরের কোলাহল থেকে কিছুটা দূরে, ছায়াঘেরা সবুজ শান্ত পরিবেশে সুপরিল্পিতভাবে গড়ে উঠেছে বসুন্ধরা আবসিক এলাকা, এটি এখনও ঢাকার শহরের অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি সবুজ। বসুন্ধরা আবাসিক এলাকার প্রতিটা রাস্তার দুইপাশে গাছ-পালা লাগিয়ে সবুজায়নের প্রকল্প বাস্তবায়ন করেছে।
বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে ছোট কোন দোকান বা চায়ের দোকান নাইঃ
এটি কারও কারও জন্য কিছুটা সমস্যা হতে পারে, তবে বেশিরভাগের জন্যে এটি একটি সুবিধা। Block A-এর একটি জায়গা ছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার ভেতর ছোট ছোট দোকান বা চায়ের দোকান নাই। এসব ছোট ছোট দোকানের কারনে দোকানের সামনে দিয়ে যাতায়াত এবং জমায়েত হয়, যার কারনে ভিড় জমে যায়, কিছু কিছু সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। এসব ছোট ছোট দোকান না থাকা বসবাসরত বেশিরভাগ মানুষের সুবিধার বিষয়।
কেন বসুন্ধরায় প্লট কিনবেন?
সার্বক্ষণিক নিরাপত্তাঃ
বসুন্ধরা আবাসিক এলাকার রয়েছে নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে। তারা ২৪ ঘন্টা টহল দিচ্ছে। আপনার কোন সমস্যা বা কোন প্রয়োজনে নিরাপত্তা বাহিনীকে কল দিলে তারা কয়েক মিনিটের মধ্যে উপস্থিত হয়।
বসুন্ধরা আবাসিক এলাকার নিরপত্তা বাহিনীর সাথে যোগাযোগের নাম্বারঃ
বসুন্ধরা আর/এ সিকিউরিটি কন্ট্রোল রুম: +88 017 2222 2327
বসুন্ধরা আর/এ সিকিউরিটি ডিউটি অফিসার: +88 017 6669 4672
আপনি যদি বসুন্ধরায় বসবাস করেন বা করার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই কন্টাক্ট নাম্বরগুলি সেভ করে রাখতে পারেন।
বসুন্ধরা আবাসিক এলাকার শিক্ষা-প্রতিষ্ঠান সমূহঃ
বসুন্ধরার আবাসিক এলাকাতে দেশের নামকরা অনেক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় অবস্থিতঃ
- North-South University
- Independent University
- Hardco School
- American International University
- Avenger School,
- Vikarunnesa School
- Sunnydale School
- Pel Pine School
- International School Dhaka
- Residential Model School
- Cambrian School & College
* স্বাস্থ্যসেবাঃ
বাংলাদেশের অন্যতম অভিজাত হাসপাতালও কিন্তু অবস্থিত এই বসুন্ধরাতেই।
- Ever Care Hospital
- Bashundhara Eye Hospital
- D-Akbar Health Care
- Diabetic Hospital
বসুন্ধরা আবাসিক এলাকা
ব্যাংক/ ব্যাংকিংঃ
বসুন্ধরার অভ্যন্তরে সব প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের শাখা রয়েছে।
ক্যাফে-রেস্টুরেন্টঃ
যদি আপনি ভালো কোন ক্যাফে বা রেস্টুরেন্ট খোজেন, সেগুলোও আপনি বসুন্ধরা আবাসিক এলাকায় পাবেন।
বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে আছেঃ
বসুন্ধরা আবাসিক এলাকার বাহিরে কিন্তু খুবই কাছে আছেঃ
বিমানবন্দর, ট্রেন স্টেশনঃ
ঢাকার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মাত্র ১৫ মিনিট লাগে “৩০০ ফিট” রোড দিয়ে। এয়ারপোর্ট ট্রেন স্টেশনটি বিমানবন্দরের ঠিক উল্টো দিকে। সুতরাং বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিমানবন্দর বা ট্রেন স্টেশনে যাতায়াত তুলনামূলক সহজ।
* কেনাকাটা এবং চিত্তবিনোদন:
বসুন্ধরার প্রধান সড়কেই রয়েছে বেশকিছু শপিং স্পট। জামাকাপড়, জুতা, ব্যাগ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যেকোনো পণ্য, সবই পাওয়া যায় এখানে। ছোট ছোট ইলেক্ট্রিক গ্যাজেট কিংবা ইলেকট্রিক সামগ্রীও কেনা যাবে
আশেপাশের দোকানগুলো থেকে। কিন্তু এসব কিছু ছাড়িয়ে, গোটা বসুন্ধরার অলঙ্কার বলা চলে যমুনা ফিউচার পার্ককে।
দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় শপিং মলটির নাম যমুনা ফিউচার পার্ক (Jamuna Future Park)। বিশাল এই শপিং মলের ভিতরে পাওয়া যাবে না এমন কিছুই নেই। নামকরা সব ব্র্যান্ডেড শপ রয়েছে এখানে। এই শপিং মলের সবচেয়ে উপরের তলায় রয়েছে বিশাল ফুড কোর্ট যেখানে আপনি পেয়ে যাবেন বার্গার কিং থেকে শুরু করে পিজ্জা হাটের মত ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আছে স্থানীয় অনেক বিখ্যাত খাবারের দোকানও। এছাড়া যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাজ মুভি দেখবার জন্য একটি চমৎকার স্থান।
বসুন্ধরা আবাসিক এলাকা য় বসবাসের অসুবিধাঃ
জলাবদ্ধতাঃ
এখনো বসুন্ধরা আবাসিক এলাকায় উন্নয়নের কাজ চলছে। বর্তমানে বসুন্ধরায় জলাবন্ধতা নিয়ে কিছু সমস্যা আছে। ভারি বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হলে কিছুটা সমস্যা দেখা দেয়। তবে বসুন্ধরায় এ সমস্যা নিয়ে কাজ চলছে, এই সমস্যার সমাধান খুবই শিগ্রই সমাধান হবে বলে আশা করা যায়।
বসুন্ধরা আবাসিক এলাকা
দোকানগুলি কিছুটা দূরেঃ
A Block, B Block, C Block, D Block ব্যতীত অন্য কোন ব্লক থেকে মুদি দোকান বা ছোট দোকানগুলি কিছুটা দূরে হয়ে যায়। কখনো কখনো নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলি কিনতে কিছুটা দূরে আসতে হয়।
রিক্সা ও সিএনজি ভাড়াঃ
বসুন্ধরা আবাসিক এলাকার রিক্সা বা সিএনজি ভাড়া বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা নির্ধারিত হয়। তবে বেশিরভাহ ক্ষেত্রেই এ নিয়ম মানা হয়না। চালকরা উল্লেখিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিয়ে থাকে।
উপসংহারঃ
বসুন্ধরা আবাসিক এলাকায় অসুবিধার চেয়ে সুবিধাই বেশি। বসুন্ধরা আবাসিক এলাকা হলো একটি পরিপূর্ণ পরিকল্পিত আবাসিক এলাকা। সাধারণত বসুন্ধরায় জমি/প্লটের মূল্য বছরে ২-৩ গুন বৃদ্ধি পায়। নিশ্চিত ভাবে এটি একটি লাভজনক বিনিয়োগ।
![](https://scontent.fdac31-1.fna.fbcdn.net/v/t39.30808-6/306962948_124392847044952_7362644259313404917_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=730e14&_nc_ohc=8jDctYxuoBYAX_yAx6T&tn=_JO21CuSpKWgiA50&_nc_ht=scontent.fdac31-1.fna&oh=00_AT_wG_V5xHyQvTdscbNWOkuSkIW7Ly1lq2DLmORdF__pHQ&oe=63306C5B)