কনক্রিট মিশ্রনের অনুপাতঃ সিমেন্টঃ বালিঃ খোয়া
কনক্রিট মিশ্রনের অনুপাত বাড়ি বা যে কোন স্থাপনা নির্মানে খুবই গুরুত্বপূর্ণ। মিশ্রনের অনুপাত সঠিক না হলে এর জন্য আপনাকে বড় মূল্য দিতে হতে পারে। কনক্রিট মিশ্রনের উপাদান মূলত ৩ টিঃ সিমেন্ট, বালু, এবং খোয়া। তবে অনেক ক্ষেত্রে অধিক মজবুত স্থাপনার জন্য ইটের খোয়ার বদলে পাথর ব্যবহার করা হয়ে থাকে। স্থাপনা ভেদে কনক্রিট মিশ্রনে সিমেন্ট, বালু, ও খোয়ার অনুপাত কেমন হবে তা জানতে পড়ে নিতে পারেন এই লেখাটি।
ফাউন্ডেশনঃ ফাউন্ডেশনের ক্ষেত্রে কনক্রিট মিশ্রনের আদর্শ অনুপাত হচ্ছে ১:২:৬। অর্থাৎ, আপনি ফাউন্ডেশনের সময় ১ বস্তা সিমেন্টের সাথে ২ বস্তা বালি এবং ৬ বস্তা ইটের খোয়া বা পাথর মিশিয়ে আপনার কনক্রিট মিশ্রন তৈরি করবেন। এতে আপনার ফাউন্ডেশন মজবুত ও দৃঢ় হবে এবং আপনার স্থাপনা হবে দীর্ঘস্থায়ী।
মেঝে ঢালাইঃ মেঝে ঢালাইয়ে কনক্রিট মিশ্রনের আদর্শ অনুপাত ১:২:৪। অর্থাৎ মেঝে বা ফ্লোর ঢালাইয়ের সময় আপনাকে ১ বস্তা সিমেন্টের সাথে ২ বস্তা বালু এবং ৪ বস্তা ইটের খোয়া বা পাথর মেশাতে হবে।
পানি প্রতিরোধী স্থাপনাঃ যে সমস্ত স্থানে প্রচুর বৃষ্টিপাত হয় বা স্থাপনা পানিতে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে পানি প্রতিরোধী স্থাপনা নির্মানের কোন বিকল্প নেই। এ ধরনের পানি প্রতিরোধী স্থাপনা নির্মানে কনক্রিটের আদর্শ অনুপাত হবে ১:১.৫:৩। অর্থাৎ ১ বস্তা সিমেন্টের সাথে দেড় বস্তা বালি এবং ৩ বস্তা ইটের খোয়া বা পাথর মিশিয়ে কনক্রিটের মিশ্রন তৈরি করতে হবে।
গ্রিল বা দরজার ফ্রেমের কনক্রিটঃ গ্রিল বা দরজার ফ্রেম আটকানোর ক্ষেত্রে কনক্রিটের মিশ্রন কিছুটা ভিন্ন হয়ে থাকে। এক্ষেত্রে কনক্রিট মিশ্রনের অনুপাত হবে ১:২:৪। অর্থাৎ ১ বস্তা সিমেন্টের সাথে ২ বস্তা বালি এবং ৪ বস্তা ইটের খোয়া বা পাথর মিশিয়ে কনক্রিট মিশ্রন তৈরি করতে হবে।
স্যানেটারি পাইপঃ স্যানেটারি পাইপ বসানোর সময় কনক্রিটের অনুপাত হবে ১:৩:৬। অর্থাৎ, ১ বস্তা সিমেন্টের সাথে ৩ বস্তা বালি এবং ৬ বস্তা ইটের খোয়া বা পাথর মিশিয়ে স্যানেটারি পাইপ স্থাপনের কনক্রিট মিশ্রন তৈরি করতে হবে।
সেফটি ট্যাংকঃ সেফটি ট্যাংক নির্মানে সচেতন থাকা খুবই জরুরি। সেফটি ট্যাংক বা সেফটি ট্যাংকের ছাদ ২ ক্ষেত্রেই কনক্রিট মিশনের অনুপাত একই হয়ে থাকে। সেফটি ট্যাংক নির্মানে কনক্রিট মিশ্রনের আদর্শ অনুপাত ১:২:৪। অর্থাৎ ১ বস্তা সিমেন্টের সাথে ২ বস্তা বালি এবং ৪ বস্তা ইটের খোয়া বা পাথর মিশিয়ে কনক্রিট মিশ্রন তৈরি করতে হবে।
ছাদ ঢালাইঃ ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে কনক্রিট মিশ্রনের আদর্শ অনুপাত ১:২:৪। অর্থাৎ, ১ বস্তা সিমেন্টের সাথে ২ বস্তা বালি এবং ৪ বস্তা ইটের খোয়া বা পাথর মিশিয়ে কনক্রিট মিশ্রন তৈরি করতে হবে। তবে ছাদের স্থায়িত্ব বা স্থাপনার নিরাপত্তার স্বার্থে নির্মান বিশেষজ্ঞরা ছাদ ঢালাইয়ে ইটের খোয়ার বদলে পাথর ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
আপনার বাড়ি নির্মানকে সহজ করতে রেড ব্রিক্স প্রোপার্টি সল্যুশনের পক্ষ থেকে এই আর্টিকেলটি। তবে বাড়ি বা স্থাপনা নির্মানে বিশেষজ্ঞ নিয়োগের কোন বিকল্প নেই। বাড়ি নির্মানে বিশেষজ্ঞ পরামর্শ পেতে ভিজিট করুন এখানে।
আরও বিস্তারিত জানতে এবং লেখাটির তথ্যসূত্র পেতে ভিজিট করুন এখানে।
সিমেন্টের যে সকল খুটি রয়েছে যা টিনের বেড়া ঘরবাড়িতে ব্যবহার করা হয় এগুলোত কি অনুপাতে সিমেন্ট বালু খোয়া ব্যবহার করলে ভালো হয়?